October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:38 pm

বাজেট ১৫ কোটি, চোখ ৩০০ কোটির দিকে

অনলাইন ডেস্ক :

১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পন্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা বক্স অফিসে শাসন জারি অব্যাহত রেখেছে। প্রতিদিন ভাঙছে আগের দিনের সংগ্রহের রেকর্ড। বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ মুক্তির পরেও বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এ সিনেমা নবম দিনে সংগ্রহ করেছে ২৩.৫০ কোটি রুপি। সে হিসাবে নয় দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৪৩ কোটি রুপি। বলিউড বাবলের খবর, গত ১১ মার্চ মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রথম দিন সংগ্রহ করে তিন কোটি ২৫ লাখ। এরপর প্রতিদিনই সংগ্রহ বাড়ছে। দ্বিতীয় দিন প্রায় আট কোটি ২৫ লাখ, তৃতীয় দিন ১৫ কোটি, চতুর্থ দিন ১৫ কোটি, পঞ্চম দিন ১৭ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিন ১৮ কোটি ২৫ লাখ ও সপ্তম দিন ১৮ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির দ্বিতীয় শুক্রবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ সংগ্রহ করেছে ১৯.১৫ কোটি রুপি। আর শনিবার সংগ্রহ করেছে ২৪.৮০ কোটি রুপি। তাঁর হিসাবে এ পর্যন্ত সংগ্রহ ১৪১.২৫ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)। তারান আদর্শের পূর্বাভাস, সাপ্তাহিক ছুটির দিন রোববার এ সিনেমা ২৮ থেকে ৩০ কোটি রুপি বক্স অফিসে সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে (১০ম দিন)। ১৭৫ কোটি রুপির ঘরে প্রবেশ করবে বলে আভাস দিয়েছেন তিনি। অন্যদিকে বলিউড হাঙ্গামা বলছে, ১০ দিনে এ সিনেমা ১৭০ কোটি রুপি সংগ্রহ করতে পারে। আর সর্বসাকুল্যে ৩০০ কোটি রুপি সংগ্রহ করেই থামবে এ সিনেমার জয়রথ। মনে রাখা জরুরি, এ সিনেমার বাজেট মাত্র ১৫ কোটি রুপি। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি। কাশ্মীরি হিন্দু প-িতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়ার গল্প উঠে এসেছে সিনেমায়।