October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 1st, 2023, 9:34 pm

বাজেট ২০২৩-২৪: স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।

গত অর্থবছরে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা।

মন্ত্রী বলেন, ‘মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। আমরা এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ করছি।’

তিনি বলেন, স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টাও চলছে।

কামাল বলেন, স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আরও বেশি লোককে সম্পৃক্ত করা এবং সাধ্যের বাইরের ব্যয় হ্রাস করা।

তিনি আরও বলেন, ‘সংক্ষেপে, আমাদের প্রধান উদ্দেশ্য হলো সকল নাগরিকের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রামের (এইচপিএনএসপি) অধীনে ৩১টি কার্যকরী পরিকল্পনার মাধ্যমে সারা দেশে স্বাস্থ্যসেবা প্রদান করছি।’

—-ইউএনবি