October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 2nd, 2023, 8:09 pm

বাজে মন্তব্য প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা

অনলাইন ডেস্ক :

এবার সামাজিক মাধ্যমে ‘অশ্লীল’ মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অশালীন মন্তব্যের জন্য দায়ী করে শিলাদিত্য নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। শুধুমাত্র একটি অ্যাকাউন্টই নয়, অভিযুক্ত ওই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টের নাম উল্লেখ করেন অভিনেত্রী। পোস্টটিতে সায়ন্তিকা লেখেন, ‘সবাই যান গিয়ে দেখে আসুন @sila_ditya20 এর কমেন্ট আমার আগের পোস্টে। সরি শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আপনার উচিত এবার অন্য মহিলাদের সম্মান দেওয়া শুরু করা। আমি আপনাকে বলেছি নিস্তব্ধতা মানুষ ভুল ভাবে। @Siladitya410 এর আরেকটা আইডি। এবার অন্তত আপনার মুখটা বন্ধ করা উচিত।’ সাথে আরো যোগ করেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় কৃতজ্ঞ আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। মহিলাদের এভাবে অসম্মান কোনভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।’ সায়ন্তিকার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করার কথা পরামর্শ দেন তিনি। অভিনয় সাফল্যে ক্যারিয়ারের সোনালী অধ্যায় পার করছেন সায়ন্তিকা। অভিনয়গুণে অনেক আগেই নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন অভিনয় জগতে। টলিউডে কাজ করার পাশাপাশি আজকাল রাজনীতিতেও ঝুঁকেছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস