September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 27th, 2024, 8:59 pm

বানভাসিদের সহায়তার আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা এগিয়ে এসেছেন: ধর্ম উপদেষ্টা

জাতির যেকোনো ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখরা জনগণের পাশে থাকবে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের বানভাসি অসহায় মানুষের সহায়তায় আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজ এগিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘অতীতেও বিভিন্ন দুর্যোগ ও দুর্বিপাকে আলেম-ওলামা সমাজ জনগণের সাহায্যে এগিয়ে এসেছিল।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘করোনাকালীন সময়ে যখন পিতা তার পুত্রের লাশ ছুঁয়ে দেখেনি, স্ত্রী তার স্বামীর লাশ ফেলে পালিয়েছে, তখন আলেম-ওলামা সমাজ এগিয়ে এসেছিল। তারা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের সেবা করেছেন। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে তারা কোভিডে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছেন।’

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর লালপুলে সিলোনিয়া মাদরাসা প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ওলামা-মশায়েখ সমাজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করে থাকেন। মানুষের সেবা করার ক্ষেত্রে তারা কখনও বিভেদ করেন না। তারা বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ত্রাণ বিতরণও করেছেন।’

তিনি বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, গাউছিয়া কমিটিসহ সকল ইসলামি দল ও সংগঠনকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনীর লালপুলের সিলোনিয়া মাদরাসা, ফেনী পৌর এলাকার মধুপুর পশ্চিমপাড়া ও কুমিল্লা সদর দক্ষিণের পদুয়া বাজারে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ধর্ম উপদেষ্টা।

এছাড়া, সিলোনিয়া মাদরাসায় আশ্রয় নেওয়া মানুষের ভরণপোষণের জন্য তিনি মাদরাসার মুহতামিমের হাতে নগদ অর্থ তুলে দেন।

—–ইউএনবি