বান্দরবানের থানচিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার ভোর ৫টা ৫০মিনিটের দিকে উপজেলার বলিবাজারে এ ঘটনা ঘটলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা জানান, বৈদ্যুতিক চুলা থেকে আগুণের সূত্রপাত হয় বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
বিস্ফোরণের ঝুঁকিমুক্ত হওয়ায় বায়োগ্যাসে ঝুঁকছে গ্রাহকরা
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূসের বিচার শুরু
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ৩৭,৯২৬টি পদ শূন্য: প্রতিমন্ত্রী