October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 5:51 pm

বাপ্পার সুর ও ভিডিওতে আঁখির গান

অনলাইন ডেস্ক :

বাপ্পা মজুমদার গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেন, যা প্রায় সবাই জানেন। এবার কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্য নতুন গান তৈরির পাশাপাশি ভিডিও নির্দেশনা দিয়েছেন বাপ্পা। গানের শিরোনাম ‘কেন এত ভয়’। কথা লিখেছেন মারুফ হাসান। সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি বাপ্পার ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ অ্যালবামের জন্য করা হয়েছে। এরইমধ্যে গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানান বাপ্পা মজুমদার। তিনি বলেন, ‘দারুণ গেয়েছে আঁখি, একদমই অন্যরকম। আমি ভীষণ খুশি তার পারফরম্যান্সে। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই গানটি করা হয়েছে। তাই নিজেই চেষ্টা করেছি যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করতে।’ আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও বাপ্পাদার সুরে গান গেয়েছি। কেন এত ভয় সুন্দর একটি গান। মিউজিক ভিডিওটি খুব চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকের শুনতেও খুব ভালো লাগবে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’ আগামী ৭ এপ্রিল ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।