September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 8:09 pm

বাপ্পীর পরিচালনায় রোমান্টিক টেলিফিল্ম

অনলাইন ডেস্ক :

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাইস নূর লিখেছেন বিশেষ একটা টেলিফিল্ম। নাম ‘মাধবী। এটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আদিল, বৃষ্টি ও তামুর। নাইস নূর বলেন, ‘ফেব্রুয়ারিতে কখনো আমার লেখা নাটক অন এয়ার হয়নি। এর কারণ বইমেলা। নিউজরুম আর বইমেলা নিয়েই আমার দৌড়াদৌড়ি ছিল। এবারই প্রথম একটা টেলিফিল্ম ফেব্রুয়ারিতে লিখেছি। কারওয়ান বাজারে ‘স্টুডিও মাধবী একটা আছে। নামটা ভালো লাগে আমার। তখনই মনে হয়ছিল এই নামে একটা নাটক লিখব।’ পরিচালক এহসান এলাহী বাপ্পী বলেন, ‘মাধবী ভিন্নধর্মী একটা গল্প। গ্রামীন পরিবেশে খুব সুন্দর লোকেশনে আমরা শুটিং করেছি। আশা করছি, দর্শকদের টেলিফিল্মটি ভালো লাগবে।’ ‘মাধবী’ টেলিফিল্মটি চ্যানেল আইতে আজ বুধবার দুপুর ২ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।