September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 4th, 2022, 7:02 pm

বাফটা অ্যাওয়ার্ডসের ৭৫তম মনোনয়ন তালিকা ঘোষণা

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৫তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডুন’। বৃহস্পতিবার মনোনয়ন তালিকা ঘোষণা করে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। পুরো তালিকাটি তুলে ধরা হলো-
সেরা চলচ্চিত্র: বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ডুন, লিকোরিস পিৎজা ও দ্য পাওয়ার অব দ্য ডগ
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র: আফটার লাভ, আলি অ্যান্ড আভা, বেলফাস্ট, বয়লিং পয়েন্ট, সিরানো, এভরিবডি’স টকিং অ্যাবাউট, হাউস অব গুচ্চি, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই ও পাসিং
সেরা অভিনেতা: আদিল আখতার (আলি অ্যান্ড আভা), মাহেরশালা আলি (সোয়ান সং), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), লিওনার্দো ডিক্যাপ্রিও (ডোন্ট লুক আপ), স্টিফেন গ্রাহাম (বয়লিং পয়েন্ট) ও উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী: লেডি গাগা (হাউস অব গুচ্চি), আলানা হাইম (লিকোরিস পিৎজা), এমিলিয়া জোন্স (কোডা), রেনাটা রাইন্সভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড), জোয়ানা স্কানলান (আফটার লাভ) ও টেসা থম্পসন (পাসিং)
সেরা পার্শ্ব অভিনেতা: মাইক ফেইস্ট (ওয়েস্ট সাইড স্টোরি), কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), উডি নরম্যান (সি’মন সি’মন), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা পার্শ্ব অভিনেত্রী: কেটরিওনা ব্যালফ (বেলফাস্ট), জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), অ্যান ডাউড (মাস), আনজোনুই এলিস (কিং রিচার্ড) ও রুথ নেগা (পাসিং)
সেরা পরিচালক: আলিম খান (আফটার লাভ), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), অদ্রে দিওয়ান (হ্যাপেনিং), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও জুলিয়া দুকুরনো (তিতান)
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), হ্যারিস ডিকিনসন (দ্য কিং’স ম্যান), লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই), মিলিসেন্ট সায়মন্ডস (অ্যা কোয়ায়েট প্লেস পার্ট টু) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)
অসাধারণ নতুন নির্মাতা (ব্রিটিশ): পরিচালক আলিম খান (আফটার লাভ), চিত্রনাট্যকার জেমস কামিংস ও প্রযোজক হেস্টার রফ (বয়লিং পয়েন্ট), পরিচালক জেমস স্যামুয়েল (দ্য হার্ডার দে ফল), পরিচালক পোসি ডিক্সন ও প্রযোজক লিভ প্রক্টর (কিবোর্ড ফ্যান্টাসিস) ও পরিচালক রেবেকা হল (পাসিং)
ইংরেজির বাইরে অন্য ভাষার ছবি: ড্রাইভ মাই কার (জাপান), দ্য হ্যান্ড অব গড (ইতালি), প্যারালাল মাদারস (স্পেন), লিটল মম (ফ্রান্স) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)
সেরা প্রামাণ্যচিত্র: বিকামিং কুস্তো (যুক্তরাষ্ট্র), কাউ (যুক্তরাজ্য), ফ্লি (ডেনমার্ক), দ্য রেসকিউ (যুক্তরাষ্ট্র) ও সামার অব সৌল (যুক্তরাষ্ট্র)
সেরা অ্যানিমেটেড ছবি: এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস) ও দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন)
সেরা মৌলিক চিত্রনাট্য: বিইং দ্য রিকার্ডোস (অ্যারন সরকিন), বেলফাস্ট (কেনেথ ব্রানা), ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাককে), কিং রিচার্ড (জ্যাক বেইলিন) ও লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার), ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি), ডুন (ডেনি ভিলন্যুভ), দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন)
সেরা মৌলিক সুর: বিইং দ্য রিকার্ডোস (ড্যানিয়েল পেম্বারটন), ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (আলেকজ্যঁন্দ দেসপ্লা) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)
সেরা কাস্টিং: বয়লিং পয়েন্ট (ক্যারোলিন ম্যাকলাওড), ডুন (ফ্রঁসিন মেইজলার), দ্য হ্যান্ড অব গড (মাসিমো আপোলনি, আনামারিয়া সামবুকো), কিং রিচার্ড (রিচ ডেলিয়া, অ্যাভি কাউফম্যান) ও ওয়েস্ট সাইড স্টোরি (সিন্ডি টোলান)
সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার), নাইটমেয়ার অ্যালি (ড্যান লাউস্টসেন), নো টাইম টু ডাই, (লিনাস সান্ডগ্রেন), দ্য পাওয়ার অব দ্য ডগ (আ ওয়েগনার) ও দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ (ব্রুনো ডেলবোনেল)
সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বেভান), সিরানো (মাসিমো কান্তিনি পারিনি), ডুন (রবার্ট মর্গ্যান, জ্যাকলিন ওয়েস্ট), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (মিলেনা কানোনেরো) ও নাইটমেয়ার অ্যালি (লুইস সেকেইরা)
সেরা সম্পাদনা: বেলফাস্ট, ডুন, লিকোরিস পিৎজা, নো টাইম টু ডাই ও সামার অব সৌল
সেরা শিল্প নির্দেশনা: সিরানো, ডুন, দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, নাইটমেয়ার অ্যালি ও ওয়েস্ট সাইড স্টোরি
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: ক্রুয়েলা, সিরানো, ডুন, দ্য আইস অব টেমি ফে ও হাউস অব গুচ্চি
সেরা শব্দ: ডুন, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই, অ্যা কোয়ায়েট প্লেস পার্ট টু ও ওয়েস্ট সাইড স্টোরি
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন, ফ্রি গাই, গোস্টবাস্টারস: আফটারলাইফ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস ও নো টাইম টু ডাই
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ব্ল্যাক কপ, ফ্যাম, দ্য প্যালেস, স্টাফড এবং থ্রি মিটিংস অব দ্য এক্সট্রাঅর্ডিনারি কমিটি
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: অ্যাফেয়ার্স অব দ্য আর্ট, ডু নট ফিড দ্য পিজনস ও নাইট অব দ্য লিভিং ড্রেড
আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সশরীরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
ব্রিটেনের চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার বাফটা। এতে মনোনীত কিংবা বিজয়ীরা অস্কার দৌড়ে সাধারণত এগিয়ে থাকেন। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও সেরা চলচ্চিত্র পুরস্কার জেতে। এ ছাড়া বাফটার প্রায় সব শাখার বিজয়ীরা অস্কারেও সেরা হয়েছে গত বছর।