অনলাইন ডেস্ক :
হারতে হারতে এমনিতেই সানরাইজার্স হায়দরাবাদের অবস্থা খুবই করুণ। শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জনি বেয়ারস্টো সরে দাঁড়ানোয় শেরফেইন রাদারফোর্ডকে আইপিএলের দ্বিতীয়ভাগের জন্য দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এবার সেই রাদারফোর্ডকেও হারাতে হলো। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বাবা মারা যাওয়ায় দেশে ফিরে যাচ্ছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। বিবৃতিতে বলা হয়েছে, ‘শেরফেইন রাদারফোর্ডের বাবার মৃত্যুতে এসআরএইচ পরিবার রাদারফোর্ড ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। কঠিন এই সময়ে পরিবারের সঙ্গে থাকতে শেরফেইন আইপিএলের জৈব-সুরক্ষা বলয় ছেড়ে যাবে।’ গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ খেলে আইপিএলে সুযোগ পান রাদারফোর্ড। ১২৭.১৮ স্ট্রাইক রেটে তিন ফিফটিতে ২৬২ রান করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন। এবারের আইপিএলে তার কোনো ম্যাচ খেলা হয়নি। তাছাড়া হায়দরাবাদ শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। দুজনকে রাখা হয়েছে আইসোলেশনে।
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত