October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 7th, 2022, 8:26 pm

বাবা-মার হাত ধরেই সিনেমায় আরিয়ান খান

অনলাইন ডেস্ক :

বলিউডের সবচেয়ে বড় তারকার পুত্র বলে কথা। তাকে ঘিরে আলোচনার পারদ বরাবরই চড়া থাকে। তাছাড়া চেহারায় তিনি বাবার ‘জেরক্স কপি’ বলেও মনে করেন সবাই। সুতরাং তাকে সিনেমায় দেখার ইচ্ছে দর্শকের মনে জাগতেই পারে। দর্শকের সেই ইচ্ছে এবার পূর্ণতা পেতে যাচ্ছে। সিনেমায় নাম লিখিয়েছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তবে অভিনেতা নয়, তিনি হিন্দি সিনেমায় আসছেন নির্মাতা হয়ে। আরিয়ান নিজেই ইনস্টাগ্রামে ঘোষণাটি দিয়েছেন। গত মঙ্গলবার একটি ছবি শেয়ার করেন আরিয়ান। সেখানে একটি ক্ল্যাপবোর্ড রয়েছে, যেটাতে রেড চিলিস এন্টারটেইনমেন্টের নাম লেখা। এর পাশে রয়েছে চিত্রনাট্যের খাতা। ছবির ক্যাপশনে জুনিয়র শাহরুখ লিখলেন, ‘লেখা সম্পন্ন। অ্যাকশন বলার জন্য অপেক্ষা করতে পারছি না!’ রেড চিলিস এন্টারটেইনমেন্ট হলো শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের প্রতিষ্ঠান। এটি বলিউডের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখান থেকেই নিজের জার্নি শুরু করছেন আরিয়ান। এদিকে পুত্রের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন শাহরুখ খানও। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওয়াও! চিন্তা করা, বিশ্বাস করা, স্বপ্ন দেখা শেষ, এবার সাহসের পালা। তোমার প্রথম ছবির জন্য অনেক শুভকামনা। এটা সবসময়ই বিশেষ।’ বাবার মন্তব্যের বিপরীতে ছেলেও সাড়া দিলেন। আরিয়ান বলেছেন, ‘ধন্যবাদ তোমাকে। শুটিং সেটে তোমাকে দেখার প্রত্যাশায় থাকলাম।’ মা গৌরী খানও ছেলের জন্য শুভকামনা জানালেন। তার মন্তব্য, ‘দেখার অপেক্ষা করতে পারছি না।’ উল্লেখ্য, শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। এই দম্পতির আরও দুই সন্তান রয়েছে। এর মধ্যে এক কন্যা সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খান। সূত্র: এনডিটিভি