October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:29 pm

বাবা-মা হচ্ছেন রণবীর-আলিয়া

অনলাইন ডেস্ক :

মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার (২৭ জুন) সকালে ইনস্টাগ্রামে এই খবর নিজেই জানালেন অভিনেত্রী। বলিউডের অন্যতম জনপ্রিয় দুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এপ্রিলে বিয়ে হয়েছে এই জুটির। সোমবার (২৭ জুন) সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। তিনি সন্তানসম্ভবা। আলিয়া সঙ্গে লিখেও দিয়েছেন, ‘আমাদের সন্তানৃআসছে।’ ছবিতে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, আলিয়ার পাশে বসে রয়েছেন রণবীরও। এই পোস্টের কমেন্ট বক্স ভাসছে শুভকামনায়। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া সহ বলিউডের অনেক তারকাও। চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত বিয়েগুলোর একটি ছিল। সামনেই রণবীর এবং আলিয়ার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। তা নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা কম নয়। সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আলিয়ার মা হওয়ার খবর। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা