October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 7:17 pm

বাবা হারালেন রচনা ব্যানার্জি

অনলাইন ডেস্ক :

বাবা হারালেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রচনা ব্যানার্জি। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রচনার বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রবীন্দ্রনাথ। রোববার রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হলো না। সোমবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রতিদিনের মতো সোমবারও ব্যস্ত শিডিউল রেখেছিলেন রচনা। তবে আকস্মিক এই ঘটনা সব বদলে দেয়। রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করেন তিনি। আর সব সিদ্ধান্তে পাশে পেয়েছেন বাবাকে। সেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রচনা।