অনলাইন ডেস্ক :
খুব হিসেব করে নতুন কাজে যুক্ত হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের একাধিক সিনেমা। এর মাঝেই ‘দাফন’ শিরোনামের আরও একটি সিনেমার কথা জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে রুনা লিখেছেন, ‘একজন তার প্রেমে পড়ে পাগল হয়ে গেল প্রায়! তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিলো, ফুটল ফুলের মতো।
হলদে অলকানন্দা যেমন!’ ছবিগুলোতে দেখা গেছে, হাতভর্তি কাঁচের চুড়ি ও হলুদ সালোয়ার-কামিজ পরা রুনা। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ এবং প্রযোজনা করেছে বায়োস্কোপ ফিল্মস।
ছবিটি প্রসঙ্গে বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথমে ছবিটির গল্প আমাকে ভীষণ টানে বলেই এটি করতে রাজি হই । কৌশিক দাও খুব যত্ন দিয়ে বানিয়েছেন। সারাবিশ্বে বাঙালিদের ভেতরে এ ধরনের গল্প নির্ভর চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে। আশা করি সে অর্থে ছবিটি দারুণ এক জায়গা করে নেবে। আর অভিনেত্রী হিসেবে রুনা খান তো অনবদ্য।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী