রাজধানীর বারিধারার জে ব্লকে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। রবিবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
আবারও রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির
‘বর্তমান পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রদূত হাস ও পররাষ্ট্র সচিব মাসুদ: মার্কিন দূতাবাস