October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 19th, 2023, 8:44 pm

বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা। ম্যাচে সহজ জয় পেয়েছে রিয়াল। প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭৮তম মিনিটে ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৮৯তম মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় ভিনিসিয়ুসের গোল। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো রদ্রিগেজের অ্যাসিস্টে স্কোরলাইন ২-০ করেন মার্কো আসেনসিও। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২১ ম্যাচে ৫৬। অপরদিকে ২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫১।