November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 8:09 pm

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো মাদ্রিদ

অনলাইন ডেস্ক :

লা লিগায় কাদিজকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নাচো ফার্নান্দেজ ও মার্কো আসেনসিওর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০’এ নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোসরা। শনিবার ম্যাচে ৩৫টি শট নিয়ে ম্যাচে মাত্র দুটিতে সফল হয়েছে মাদ্রিদ। প্রথম গোলের জন্য ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে সফরকারীদের। কাদিজ গোলরক্ষক ডেভিড গিলের দক্ষতায় এগিয়ে যাওয়া হয়নি মাদ্রিদের। জয়ের জন্য যখন প্রায় সব চেষ্টাই করে ফেলেছিল মাদ্রিদ। ঠিক সেই মুহূর্তে ডেডলক ভাঙ্গেন নাচো। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরান আসেনসিও। ম্যাচ শেষে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ভাল মনোভাব, ভাল প্রতিশ্রুতি, ভাল সমন্বয়, পুরো দল এদিন ভাল খেলেছে। এই ধরনের ম্যাচে সাধারণত পয়েন্ট হারানোর শঙ্কা থাকে। খেলোয়াড়রা দারুণভাবে ম্যাচে মনোনিবেশ করেছে।’