বাল্ক বিদ্যুতের শুল্ক প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে। সে হিসেবে প্রতি কিলোওয়াট ঘন্টা (প্রতি ইউনিট) আগের দাম ৫টাকা ১৭ পয়সা টাকার পরিবর্তে ৬টাকা ২০ পয়সা হবে । চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল বাল্ক বিদ্যুতের দাম বাড়ানোর জন্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) রিভিউ আপিল নিষ্পত্তি করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন।
তবে নতুন বিদ্যুতের দাম খুচরা গ্রাহকদের জন্য কার্যকর হবে না। এটি শুধুমাত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি এবং অন্য কিছু বাল্ক গ্রাহকদের জন্য কার্যকর হবে।
গত ১৩ অক্টোবর নিয়ন্ত্রক কর্তৃক প্রস্তাব প্রত্যাখানের পর ৩০ কার্যদিবসের মধ্যে বিপিডিবি ১৪ নভেম্বর বিইআরসিতে রিভিউ আপিল করে।
বিইআরসি থেকে গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবটি জমা দেয়ার আগে বিপিডিবি সরকারের সর্বোচ্চ নীতিগত পর্যায় থেকে একটি অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও রিভিউ আপিল করতে অনুমোদন দেন।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে: ড. ইউনূস