December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 7:48 pm

বাসা থেকে ডিরেকশন দিলেন অমিতাভ রেজা

অনলাইন ডেস্ক :

সবকিছু প্রস্তুত, শুটিং শুরু করবেন; এরমধ্যে রিপোর্ট এলো- করোনা পজিটিভ। কিন্তু দমলেন না পরিচালক। এমনকি গোপনও করলেন না তথ্য। বাসায় দরজায় খিল টেনে বিছানা থেকেই দিলেন ডিরেকশন। আর শুটিং চললো সেটে। এমনই ঘটনার নজির করলেন পরিচালক অমিতাভ রেজা। নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করার আগে বিপত্তিটি ঘটে। অমিতাভ রেজার ভাষ্য, ‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম তৈরি। এর মাঝে এই বিপদ। অসুখবিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজ ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’ একটি বিজ্ঞাপনচিত্রের কাজ ছিল এটি। যার মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। জানা যায়, ‘আয়নাবাজি’-খ্যাত এ নির্মাতার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন। অমিতাভ আরও বলেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’ জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে টেলিভিশন চ্যানেলগুলোতে।