September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 1st, 2022, 7:12 pm

বাসা থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৪

ঝালকাঠি শহরে স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। এর সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামে এক যুবক ওই ছাত্রীকে ফোনে কল দিয়ে বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক মোটরবাইকে তুলে নেয়।

এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান একটি বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সোমবার সকাল ১০টার দিকে মেয়েটি বাসায় গিয়ে তার মায়ের কাছে ঘটনার সম্পর্কে জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিন জনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

—ইউএনবি