November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 1st, 2021, 8:00 pm

বাহরাইন সফরে গেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ

অনলাইন ডেস্ক :

আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ পর্যায়ের সফরে বাহরাইন গেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। বিমান থেকে অবতরণের পর দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফাসহ যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে এক টুইট বার্তায় লাপিদ জানান, বাদশাহ হামাদের নেতৃত্ব ও সহযোগিতায় দু’টি দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। এর আগে, ইরানকে মোকাবিলায় গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপিত হয়। একই পথ অনুসরণ করে সুদান ও মরক্কো। এই সফরে আঞ্চলিক সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষাসহ স্বাস্থ্য, খেলাধুলার মতো বিষয়গুলো নিয়ে দেশগুলোর মধ্যে আলোচনা হবে। এছাড়াও মানামায় ইসরায়েলি দূতাবাসের উদ্বোধন করবেন লাপিদ। এদিকে ইয়ার লাপিদের সফরের বিরুদ্ধে বাহরাইনে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর এই সফরের সমালোচনা করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস।