October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 13th, 2024, 8:19 pm

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, যারা বিএনপির নামে চাঁদাবাজি করছে, তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী।

তিনি বলেন, ‘এখনো বিএনপির নামে চাঁদাবাজির নানা কথা (অভিযোগ) হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির নামে যারা এসব করছে তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী। সাবধানে থাকুন। দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করবেন না।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান উপলক্ষে বিএনপিপন্থী প্ল্যাটফর্ম জিয়া প্রজন্ম এই আলোচনা সভার আয়োজন করে।

সেলিমা রহমান দাবি করেন, আওয়ামী লীগের লোকজন এখন বিএনপিতে ঢোকার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় বিএনপিতে যোগ দিচ্ছে।

তরুণ প্রজন্মের প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা তাদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারাই এদেশের ভবিষ্যৎ এবং এ দেশ শাসন করবে। তিনি বলেন, ‘আপনাদের সততার সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে।’

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোর মধ্যে ঐক্য আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য। তিনি বলেন, ‘এখন আমরা চাই গোটা জাতি ঐক্যবদ্ধ থাকুক। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ছাত্র-জনতার আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেলিমা বলেন, নতুন প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ১৭ বছর ভোট দিতে পারেনি। কোনো নির্বাচিত প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হননি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় আঁকড়ে থেকে যা খুশি তাই করেছেন। তিনি বলেন, ‘আমাদের ছাত্র-জনগণের আন্দোলনের সময় তিনি (শেখ হাসিনা) নির্বিচারে গুলি করে মানুষের ওপর গণহত্যা চালিয়েছেন।’

সেলিমা রহমান বলেন, স্বৈরশাসকের লোকেরা এখনো বসে না থেকে তারা দলের আন্দোলনে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, শ্রমিক অসন্তোষ ও ঘৃণ্য কর্মসূচি চালাচ্ছে।

এসব অপতৎপরতার পেছনে যারা আছেন তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের লোক ছিলেন এবং তারা এই বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষে ইন্ধন জোগানোর চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে।’

জিয়া প্রজন্মের সভাপতি পারভীন কাওসর মুন্নীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।

——ইউএনবি