July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 10th, 2024, 8:37 pm

বিএনপি চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গণতন্ত্রকে অগ্রাধিকার দেবে মোদি সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নতুন ভারতীয় সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ভিত্তিপ্রস্তর হিসেবে বাংলাদেশের গণতন্ত্র অন্বেষণে জোর দেবে বলে বিএনপির প্রত্যাশা।

তিনি আরও বলেন, ‘ভারতে যে মানদণ্ড দেখা যায়, যেখানে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং যেখানে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, একই মান অর্জনের জন্য এদেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে।’

এই লক্ষ্য অর্জনে এবং একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের দল কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘ভারতের নতুন সরকারের কাছ থেকে আমরা যা আশা করি তা হলো, তারা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান করবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে।’

তিনি আরও বলেন, ভারত নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী প্রতিবেশী দেশ।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে।

ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসন পেয়ে জয়ী হওয়ায় নরেন্দ্র মোদি রবিবার তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

—–ইউএনবি