October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 22nd, 2021, 12:48 pm

বিএনপি নেতা দুলুকে দুদকে তলব

নিউজ ডেস্ক :

নাটোর–৪ আসনের বিএনপির সাবেক সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ তাকে তলবি নোটিশ পাঠান। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কমুার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুল কুদ্দুস তালুকদার জেলা বিএনপি সভাপতি এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গত ৮ মার্চ থেকে অনুসন্ধান শুরু করে দুদক। সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে মাদকব্যবসা, টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে।
এর আগে, ২০০৭ সালে জ্ঞাত আয় বহির্ভূত নয় কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে দুলুর বিরুদ্ধে আদাবর থানায় মামলা করে দুদক। ওই মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিলে যায় দুদক। ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন।