বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিএমআরএ) নতুন কমিটি গঠন হয়েছে। আগামী ২০২২-২৪ দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংগঠনের কার্যালয়ে উপদেষ্টাদের উপস্থিতিতে এক সাধারণ সভায় ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
সভায় সর্বসম্মতিক্রমে ইত্তেফাকের জাহাঙ্গির হোসেন বাবুকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর আমিনুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের আবাদুজ্জামান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক সারাবাংলা ডট নেটের সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে প্রথম আলোর মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক পদে এটিএন নিউজের আজিম উদ্দিন চৌধুরী বুলবুল, দপ্তর সম্পাদক পদে সময় টেলিভিশনের হায়দার আলী,
এছাড়া কার্যকরী সদস্য পদে ইনকিলাবের আজিজুল হাকিম, প্রথম আলোর ইকবাল হোসেন রতন ও লাঙ্গলবার্তা ডটকমের ইকবাল কবীর।
এছাড়া উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও সাংবাদিক শহিদুল ইসলাম।
—প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
সিলেটে জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ
শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
কর্মসংস্থান আন্দোলনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের চেয়ারম্যান এর জন্মদিন পালিত