November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 27th, 2024, 7:48 pm

বিএসএফের গুলিতে লালমনিরহাট সীমান্তে যুবক নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত লিটন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লিটন মিয়া আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

বুধবার(২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা গেছেন। দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বাংলাদেশির লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় ভারতের জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল সদস্যদের গুলিতে লিটন মিয়া আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে নিয়ে এমজেএম নামক হাসপাতালে ভর্তি করালে বুধবার তার মৃত্যু হয়।

—–ইউএনবি