বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় পার্কিং করা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শাসক দলের কর্মীরাই আগুন ধরিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিকে সড়ক অবরোধ থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হাসপাতালের কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আন্দোলনকারীরা।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের