October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 18th, 2021, 3:09 pm

বিকেলে অনুশীলনে নামছে টাইগাররা

ফাইল ছবি

ষ্টাফ রির্পোটার :

ঈদের ছুটি শেষে মঙ্গলবার (১৮ মে) থেকে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইন শিথিল করা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে এ মাসের ২ তারিখ থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দলের একাংশের ক্রিকেটাররা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাকিরাও যোগ দেন ঐচ্ছিক অনুশীলনে। আজকের অনুশীলনে উপস্থিত থাকবেন অধিকাংশ ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিবারাত্রির হওয়ায়, বিকেল সাড়ে ৪টা থেকে অনুশীলন করবেন টাইগাররা।

এরপর সন্ধ্যায় ফ্লাডলাইটে করবেন ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট দল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করলেও, তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বুধবার (১৯ মে) থেকে প্রস্তুতি পর্ব শুরু করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।