October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 7:24 pm

বিক্রম সিনেমার সংগ্রহ ২৬৬ কোটি

অনলাইন ডেস্ক :

কমল হাসান ইজ ব্যাক! বক্স অফিসে ঝড় তুলেছে তামিল সুপারস্টার কমল হাসানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম’। লোকেশ কনগরাজ পরিচালিত এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতি ও সুরিয়া। প্রেক্ষাগৃহে বহুভাষিক এ সিনেমা মুক্তি পায় ৩ জুন। তারকাবহুল ‘বিক্রম’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির নয় দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘বিক্রম’ সংগ্রহ করেছে ২৬৬.৫১ কোটি রুপি (গ্রস)। বাণিজ্য সূত্রগুলো বলছে, কমল হাসানের ক্যারিয়ারে সর্বোচ্চ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে ‘বিক্রম’। আর তা ২০০ কোটি রুপির বেশি। এর আগে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে জানিয়েছেন, অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম’ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে ২০০ কোটি রুপির বেশি। বিশ্বব্যাপী সব ভাষার ভার্সন মিলিয়ে এ হিসাব। কমল হাসানের পাঁচ দশকের বেশি ক্যারিয়ার। তবে এবারই প্রথম তাঁর সিনেমার মুক্তি-পূর্ব ব্যবসা ২০০ কোটির ঘর স্পর্শ করেছে। দেশ ও দেশের বাইরে এ সিনেমার স্বত্ব চড়া মূল্যে বিক্রি হয়েছে। তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘বিক্রম’। বিশেষ দৃশ্যে দেখা গেছে সুরিয়াকে। এ সিনেমা প্রযোজনা করেছে কমল হাসানের প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনাল। গুঞ্জন রয়েছে, শিগগিরই মেগাস্টার রজনীকান্তকে নিয়ে একটি সিনেমা পরিচালনা করবেন লোকেশ কনগরাজ, যেটি প্রযোজনা করবে কমল হাসানের প্রযোজনা সংস্থা। দুই বছর ধরে এ প্রকল্প নিয়ে কানাঘুষা চলছে।