October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 8:10 pm

বিক্ষোভকারী নিহতের পর শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে কারফিউ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। ওই ঘটনার পর দেশটির মধ্যাঞ্চলে বুধবার (২০ এপ্রিল) কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে বলে যে অভিযোগ উঠেছে সরকার তা খতিয়ে দেখার অঙ্গীকার করেছে। শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমারতে এক বিবৃতিতে বলেন, ‘রামবুকানায় পুলিশের আচরণ নিয়ে আমি ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছি।’ তিনি এই এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেন।রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার পূর্বে রামবুকানায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাংকারে আগুন ধরিয়ে দিলে পুলিশ গুলি চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। চলতি মাসে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকালে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে’র পদত্যাগের দাবিতে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছে। দেশটি ১৯৪৮ সালের স্বাধীনতার পর থেকে এত তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি। দেশটির বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক, জ¦ালানি ও খাদ্যপণ্যেরও তীব্র সংকট চলছে। বিক্ষোভকারী হত্যার ঘটনায় কলম্বো ভিত্তিক যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার দূত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সকলপক্ষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন।