September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 17th, 2023, 8:22 pm

বিক্ষোভ বাড়ছে ইসরায়েলে

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠছে জনগণ। কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী তেল আবিব ও ইসরায়েলের অন্যান্য শহরের রাস্তায় নেমেছে। তাদের দাবি, উগ্র ডানপন্থী জোট সরকার বিতর্কিত বিচারিক সংস্কার বিল পাস করানোর চেষ্টা করছে। বিচার বিভাগ সংস্কারের এ বিল আইনে পরিণত হতে তিনটি ধাপ পার হতে হবে। প্রথম ধাপে এরইমধ্যে এটি অনুমোদন হয়েছে। এখন আরো দুটি ধাপে অনুমোদন পেতে হবে। বিলটির প্রথম পাঠ পাসের লক্ষ্য হচ্ছে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করা এবং বিচারক নিয়োগে সরকারের প্রভাব বাড়ানো। বিক্ষোভকারীরা জানায়, সরকার যদি সংস্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা বিক্ষোভ অব্যাহত রাখবে। বিক্ষোভকারীরা ব্যানার প্রদর্শন, আকাশে পেইন্ট পাউডার নিক্ষেপ এবং সৃজনশীলভাবে প্রতীকী রূপে প্রতিবাদ জানাচ্ছে।

যেমন নারীরা দ্য হ্যান্ডমেডস টেলের চরিত্রের পোশাক পরে নারীদের অধিকার রক্ষার্থে প্রতিবাদ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা ইসরায়েলের গণতন্ত্র সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়েছে। ইসরায়েলের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের ওপর এমন বিতর্কিত বিলের নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এ বিক্ষোভ শুধু তেল আবিবে সীমাবদ্ধ ছিল না। জেরুজালেম, হার্জলিয়া, নেতানিয়াসহ অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে। বিচার বিভাগীয় সংস্কারের বিরোধিতা শ্রমিক ইউনিয়ন, মেডিকেল অ্যাসোসিয়েশন, সামরিক সংরক্ষক, ফাইটার পাইলট, ব্যবসায়ী নেতারাসহ বিভিন্ন গোষ্ঠীর সমর্থন অর্জন করেছে। চলমান বিক্ষোভ আসন্ন সপ্তাহগুলোয় বিচার বিভাগের সংস্কার বন্ধের পাশাপাশি ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরা