অনলাইন ডেস্ক :
ভারতের অমৃতসরের সড়কে বিগবস তারকা শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতকারী। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, তবুও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। ২০২২ সালে পাঞ্জাব রাজ্যে বিধানসভা নির্বাচন। কয়েক দিন আগে শেহনাজের বাবা সন্তোখ সিংহ সুখ বিজেপিতে যোগ দেন। পুলিশের ধারণা, রাজনৈতিক কারণে দুষ্কৃতকারীরা তার বাবাকে আক্রমণ করেছে। তবে এখন পর্যন্ত ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের একাধিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোখ সিংহ। পাশে ছিলেন তার নিরাপত্তারক্ষী। এক জায়গায় শৌচালয়ে যাওয়ার জন্য গাড়ি দাঁড় করান নিরাপত্তারক্ষী। ঠিক তখনই সন্তোখের জানালার পাশে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে দুজন ব্যক্তি বসে ছিলেন। তাদের মুখ দেখার জন্য সন্তোখ জানালার কাচ নামান। সেই মুহূর্তে সন্তোখকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বাইকের আরোহীরা। এ সময়ে নিরাপত্তারক্ষী দূর থেকে বাইকটির উদ্দেশে ইট ছুড়লেও তাদের গায়ে লাগেনি। তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিষয়টি সন্দেহজনক। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। কিন্তু সন্তোখের অভিযোগ, ঠিক সময়ে খবর দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো মামলা করেনি।
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম
কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিলিয়নিয়ার হলেন সেলেনা গোমেজ