অনলাইন ডেস্ক :
ভারতীয় টেলিভিশন শোয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শো বিগ বস। গত এক যুগ ধরেই শো’টির সঞ্চালনার দায়িত্বে আছেন বলিউড ভাইজান সালমান খান। টিভিতে জনপ্রিয়তার কথা মাথায় রেখে ওটিটিতেও আয়োজন করা হয়েছে বিগ বস। এর আগে প্রথম সিজন সম্পন্ন হয়েছে ওটিটিতে। এবার দ্বিতীয়বারের মতো ওটিটি দর্শকদের বিনোদন দিচ্ছে বিগ বস। এমনকি দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে ‘বিগ বস ওটিটি সিজন ২’-এর সময়সীমা। আরও ১৫ দিন বিগ বস দেখতে পাবেন ওটিটির দর্শকরা। দর্শকদের এই সুখবর শুনিয়েছেন শো’টির সঞ্চালক সলমন খান। বিগ বসের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ানো প্রসঙ্গে সালমান খান বলেন, “এটা কি এখনও ছয় সপ্তাহ অথবা সম্ভবত এটি আট সপ্তাহ বাড়ানো হবে। ওটার মানে কি? তার মানে শোটি দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তার মানে মানুষ এটা দেখতে পছন্দ করছেন।
বিগ বস ওটিটি ২-এর প্রথম দুই সপ্তাহে শো’টি ৪০০ কোটি মিনিট দেখেছে দর্শকরা। আপনাদেরকে (প্রতিযোগীদের) আমার থেকেও বেশি দেখা যাচ্ছে। তাই এই মৌসুম আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।” বলিউড দাবাং আরও বলেন, “এখন আপনার (প্রতিযোগীর উদ্দেশ্যে) দায়িত্ব এটা নিশ্চিত করা যাতে লোকেরা এটিকে আরও বেশি পছন্দ করেন, এটা আরও বেশি করে দেখেন। আপনাদের প্রত্যেকের নিজের কাজ করা দরকার, অন্য কারোর নয়। এটিই হল শিল্প নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির মূল কথা।
আপনাকে কেবল নিজের উপর নজর দিতে হবে। আপনার চুল, আপনার পোশাক, আপনার বুদ্ধি, আপনার শরীর, আপনার মেকআপ, আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য ব্যস্ত থাকুন। অন্য কোনো ব্যবসা, শিল্প বা কাজ নয়, নিজেকে নিয়ে মাথা ঘামান।” ‘বিগ বস ওটিটি ২’ এই বছর ‘জিও সিনেমা’তে স্ট্রিম হচ্ছে। সালমান খান প্রথমবারের মতো রিয়েলিটি শো’টির ওটিটি সংস্করণ সঞ্চালনা করছেন। বিগ বস ওটিটির প্রথম সিজন করণ জোহর সঞ্চালনা করেছিলেন এবং সেই বছর শো জিতেছিলেন দিব্যা আগারওয়াল। সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী