October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 14th, 2022, 1:27 pm

বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড

এপি, নিউইর্য়ক :

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আলোচিত মানহানির মামলার ঘটনায় রায়-পরবর্তী সাক্ষাত্কারে অ্যাম্বার বলেছেন, রায় নিয়ে বিচারকদের প্রতি তার কোনো অভিযোগ নেই।

এনবিসি-তে সোমবার প্রচারিত একটি সাক্ষাত্কারে তিনি বলেন,‘আমি তাদের দোষ দিই না। আমি আসলে বুঝতে পেরেছি। তিনি একজন জনপ্রিয় চরিত্র, সবাই ভাবে তারা তাকে চেনে এবং তিনি একজন দুর্দান্ত অভিনেতা।’

মঙ্গল ও বুধবার জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের আরও সাক্ষাত্কার প্রচার করার পরিকল্পনা রয়েছে এনবিসির। সাক্ষাত্কারটি রায়ের প্রায় দুই সপ্তাহ পরে প্রচারিত হচ্ছে।

হার্ড বলেছেন, ‘কেউ আমার সম্পর্কে কী ভাবছে বা আমার গোপনীয়তায় এবং বন্ধ দরজার পিছনে যা ঘটেছে সে সম্পর্কে কী রায় দিতে চায় তা আমি পরোয়া করি না।’

হার্ড সাক্ষাত্কারে বলেন, আপনারা বলতে পারেন না যে সোশ্যাল মিডিয়াতে বিষয়টির সঠিক উপস্থাপনা হয়েছে।

সম্প্রতি ডেপের মানহানির অভিযোগে করা মামলায় হার্ডকে ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ করা হয়েছে।

২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে পারিবারিক সহিংসতার শিকার মন্তব্য করেন হার্ড। তার প্রেক্ষিতে হার্ডের বিরুদ্ধে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন ডেপ।