November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 2:27 pm

বিজয়নগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বূধন্তী ইউপির ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার ২ নভেম্বর দুপুর ১২ টায় স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানের শুরুতে মাওলানা আবু ছালেহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল জলিল, সহ শিক্ষা অফিসার আল মামুন, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জিতু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুর আফজাল,

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,অধ্যক্ষ ইমরান খান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উক্ত অনুষ্ঠনে সঞ্চালনার দায়িত্ব ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো: আব্দুল কুদ্দুছ,
অনুষ্ঠান শেষে মাওলানা তাজুল ইসলাম নেতৃত্বে মিলাদ অনুষ্ঠিত হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।