October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 8:44 pm

বিজয়নগরে নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীর খাদিজার রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির ৭ নং বিন্নিঘাট গ্রামে এ ঘটনা ঘটে। সে বিন্নিঘাট গ্রামের নুর মিয়ার মেয়ে ও সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুন ( ১৫) এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মার্চ বুধবার বেলা ১২ টায় পার্শ্ববর্তী মোহন মিয়ার ঘরের তীরের সাথে গলায় ওড়নায় ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন লাশ নামিয়ে পার্শ্ববর্তী মাধবপুর সদর হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, পরবর্তীতে অভিভাবকবৃন্দ পুলিশে খবর দেয়. ইসলামপুর ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে লাশ মর্গে পাঠানোর জন্য থানায় প্রেরণ করেন ।

এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার মোঃ তোফাজ্জল হোসেন জানান, দুপুর ১.১০ মিনিটে খাদিজাকে এখানে নিয়ে আসে এবং চেক করে দেখা যায় সে পূর্বেই মারা গিয়েছে, এবং তার গলায় ফাঁসির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোঃ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ,ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।