October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 14th, 2022, 8:17 pm

বিজয়নগরে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

সোমবার ১৪ মার্চ সাড়ে ১১ টায়, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহি অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর রহমান,

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক জাহান , সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগের সেক্রেটারি রাসেল খান সহ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,সহ প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী সেক্রেটারি রিয়াজুল হক প্রমোখ।

উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উক্ত প্রস্তুতি স¤॥^ন্ধে বিশদ আলোচনা এবং উন্মুক্তভাবে সকলের সাথে শেয়ার করে কার্যকর করার পদক্ষেপ নেন।