October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 29th, 2022, 6:50 pm

বিজয়নগরে ক্লাব প্রজেক্ট কিন এর উদ্যোগে ফ্রী স্পোকেন ইংলিশ ক্লাসের উদ্বোধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১ নং বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে ক্লাব প্রজেক্ট কিন এর উদ্যোগে ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) বেলা ১২ টায় ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের চতুর্থ তলায় মনোরম পরিবেশে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রজেক্ট কিন এর এক্সিকিউটিভ ডাইরেক্টর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ নিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিনা পয়সায় ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে পারদর্শী করতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের উদ্বোধন করা হয়।

আমেরিকান সংস্থা ক্লাব প্রজেক্ট কিন এর উদ্যোগে দেশের গ্রামীণ শিক্ষার্থীদের ইংরেজিতে লিখা ও বলার পারদর্শী করার লক্ষে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, ইসলামপুর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইমরান খান, আমেনা বেগম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, এডভাইজার মো: আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক তোফায়েল আজম, মাদ্রাসার সুপার মাওলানা মুখলেছুর রহমান, প্রভাষক মমিন খান,প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক জিয়াদুল হক প্রমুখ।