October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 8:34 pm

বিজয়নগরে গাঁজা সহ ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামিরা হলেন, ১/ আসামি রফিক মিয়া পিতা মৃত আবু শ্যামা,সাং-আদমপুর বাশার চেয়ারম্যান বাড়ী, থানা -বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,২/ রবিন হোসেন, পিতা-হিরণ মিয়া,সাং-ডালপা দক্ষিণ পাড়া,থানা-ভাঙ্গুরা,জেলা-কুমিল্লা।
শুক্রবার ২৪ জুন রাত প্রায় ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জুয়েল রানা ভূইয়া,এএসআই সুমন বড়ুয়া সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পত্তন ইউপিস্থ আদমপুর এলাকায় রফিক মিয়ার বসত ঘর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এসময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় তল্লাশি করে আলামত ৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে এবং তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো: হাছান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, উল্লেখিত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।