October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 11:20 am

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামরে সড়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখা এ কর্মসূচিরর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি শাকিরুল ইসলাম, সম্পাদক নোমান সিদ্দিকী,সহ-সভাপতি জাকারিয়া, দাওয়া সম্পাদক মো. শাওন তালুকদার প্রমুখ।
বক্তারা চলতি বছরের শিক্ষা পাঠ্যক্রম ভুল তথ্য তথ্য দিয়ে সাজানো হয়েছে বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।