September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 13th, 2022, 8:13 pm

বিদায়ের পরেও খেলোয়াড়দের প্রশংসায় টাচেল

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের নাটকীয় ম্যাচে ৩-২ গোলের জয়ের পরেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে চেলসিকে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের সাহসী এই পারফরমেন্সের প্রশংসা করেছেন কোচ থমাস টাচেল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাচেল বলেন, ‘আজ আমরা পরিপূর্ণ ভাবে নিজেদের মেলে ধরেছিলাম। খেলোয়াড়দেও পারফরমেন্সে আমি দারুন গর্বিত। সেমিফাইনালে যাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু ভাগ্য সহায় ছিলনা। এ কারনেই আমরা হতাশ। ব্যক্তিগত কিছু পারফরমেন্স ও নিজেদের ভুলের কারনেই আমরা আজ হেরে গেছি। দুটি লুজ বলে দুটি গোল হজম করতে হয়েছে। এই ম্যাচটাই সব নয়, এর থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যেতে হবে।’ টাচেল আরো বলেন, ‘এখানে কোন অনুশোচনা নেই। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে সবসময়ই এই ধরনের ম্যাচের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। আজ আমরা মাঠে যথেষ্ঠ সংঘবদ্ধ ছিলাম। বল ও পজিশনের দিক থেকেও আমাদের কোন ভুল ছিলনা। সাহস নিয়ে নিজেদের শতভাগ দেবার চেষ্টা করেছি। এটাই সঠিক পথ। এভাবে যদি আমরা এগিয়ে যাই তবে অবশ্যই একটি বিশেষ দলের তকমা আমাদের সাথে থাকবে।’ কার্যত স্ট্যামফোর্ড ব্রীজে প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলের পরাজয়ই চেলসির বিদায়কে তরান্বিত করেছে। রিয়ালের মত একটি দলের বিপক্ষে এই ধরনের পরাজয়ে থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন টাচেল। তারপরেও মঙ্গলবার রাতে পুরো ম্যাচে চেলসি যেভাবে নিজেদের এগিয়ে নিয়ে গেছে তাতে দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের যোগ্যতারও প্রমান মিলেছে। টাচেল বলেন, ‘চেলসিতে চাহিদা অনেত বেশী। খেলোয়াড়রা সেসব পূরণ করে মাঠে যেভাবে খেলতে তাতে তাদের নিয়ে গর্বিত হওয়াই যায়।’