October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 21st, 2021, 8:35 pm

বিপাকে কোহলির ব্যাঙ্গালুরু

অনলাইন ডেস্ক :

স্থগিত আইপিএলের বাকি অংশ শুরুর আগে সমস্যায় পড়ে গেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হুট করেই দলটির কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সাইমন ক্যাটিচ। টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলের দায়িত্ব সামলাবেন মাইক হেসন। বর্তমান যিনি ব্যাঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস পদে আছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাঙ্গালুরুর কোচের পদ ছেড়েছেন। ২০১৫ সালে আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্যাটিচ। সেই বছর তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হন। ২০১৯ সালের আগস্টে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুে কোহলিদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। ব্যাঙ্গালুরুর সঙ্গে তার দুই বছরের সম্পর্ক ছিন্ন হলো। এই খারাপ খবরের পাশাপাশি কোহলিদের জন্য একটি ভালো খবরও আছে। ব্যাঙ্গালুরুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অল-রাউন্ডার হাসরঙ্গা ডি সিলভা। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার জায়গায় লেগ স্পিনার হাসরঙ্গাকে নিয়েছে ব্যাঙ্গালুরু। এর পাশাপাশি দলটিতে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার পেস তারকা দুশমন্ত চামিরা এবং সিঙ্গাপুরের অল-রাউন্ডার টিম ডেভিড।