অনলাইন ডেস্ক :
দশম আসরের শেষ দিকে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বদলে গেছে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ। আগের সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারির জায়গায় ২৬ ফেব্রুয়ারি হবে ম্যাচ দুটি। ২৭ ফেব্রুয়ারি হবে রিজার্ভ ডে।
আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে হবে ২৮ ফেব্রুয়ারি। আগের মতো সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর ম্যাচে জয়ী দল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা