October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 24th, 2023, 8:50 pm

বিপিএলের দশম আসরে কারা কোন দলে?

অনলাইন ডেস্ক :

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে ফেলেছে ৭ ফ্র্যাঞ্চাইজি। ২০২৪ সালের জানুয়ারি মাসে শুরু হবে বিপিএলের নতুন আসর। তবে নির্বাচনের পর পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আগের আসরের মতো এই আসরেও সাতটি দল অংশ নেবে। তবে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। ঢাকার মালিকানা বদল হওয়ায় ঢাকা ডমিনেটরসের নাম পাল্টে গেছে। এবার দুর্দান্ত ঢাকা নামে তারা বিপিএলে অংশ নেবে।

বিপিএল ২০২৪: কারা কোন দলে

রংপুর রাইডার্স-
ধরে রাখা ক্রিকেটার (দেশি)-নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ।
ধরে রাখা ক্রিকেটার (বিদেশি)- আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান।
সরাসরি চুক্তি (দেশি)- সাকিব আল হাসান।
সরাসরি চুক্তি (বিদেশি)- বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ড্রাফট থেকে: রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

সিলেট স্ট্রাইকার্স
ধরে রাখা ক্রিকেটার (দেশি)- মাশরাফি বিন মুর্তজা,জাকির হাসান, তানজিম হাসান সাকিব।
সরাসরি চুক্তি (দেশি)- নাজমুল হোসেন শান্ত
সরাসরি চুক্তি (বিদেশি)- রায়ান বার্ল, বেন কাটিং, জর্জ।
ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।

ফরচুন বরিশাল
ধরে রাখা ক্রিকেটার (দেশি)- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ।
ধরে রাখা ক্রিকেটার (বিদেশি)- ইবরাহিম জাদরান।
সরাসরি চুক্তি (দেশি)- তামিম ইকবাল
সরাসরি চুক্তি (বিদেশি)- শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে
ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ধরে রাখা ক্রিকেটার (দেশি)- লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
ধরে রাখা ক্রিকেটার (বিদেশি)- মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।
সরাসরি চুক্তি (দেশি)- তাওহিদ হৃদয়।
সরাসরি চুক্তি (বিদেশি)- মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ধরে রাখা ক্রিকেটার- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান
সরাসরি চুক্তি (দেশি)- শহিদুল ইসলাম।
সরাসরি চুক্তি (বিদেশি)- মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকানজি।
ড্রাফট থেকে: তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
দুর্দান্ত ঢাকা
ধরে রাখা ক্রিকেটার- তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল
সরাসরি চুক্তি (দেশি)- মোসাদ্দেক হোসেন সৈকত।
সরাসরি চুক্তি (বিদেশি): চতুরঙ্গ ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির।
ড্রাফট থেকে: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

খুলনা টাইগার্স
ধরে রাখা ক্রিকেটার- নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।
সরাসরি চুক্তি (দেশি)- এনামুল হক বিজয়।
সরাসরি চুক্তি (বিদেশি)- এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা।
ড্রাফট থেকে: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।