October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:39 pm

বিপিএলে বাড়তে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়ায়নি। সর্বশেষ ২০১৯-২০ সালে আয়োজিত হয়েছিল ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। লম্বা বিরতির পর আগামী বছর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকে ২০ জানুয়ারি মাঠে গড়াতে পারে বিপিএলের অষ্টম আসর। গত আসরগুলোতে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিকের খুব পার্থক্য দেখা গেছে। এবার এই পার্থক্য চায় না বিসিবি। এবারের আসরে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে আশাবাদী ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এবারের আসরে এখন পর্যন্ত আটটি দল আগ্রহ দেখিয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। এখন আমরা দলগুলোর সম্পর্কে জানব, আলোচনা করব। এরপর ফাইনাল সিদ্ধান্ত নেব।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা চাই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের পারিশ্রমিকের প্রার্থক্য যেন না হয়। এখন দেখা যাক কি হয়।’ এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’