অনুশীলনের সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মুস্তাফিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। এমন সময় ঘটনাটি ঘটে।
নেট সেশনে নিজের রানআপ এলাকায় ফেরার সময় সরাসরি মাথার বাঁ পাশে আঘাত পান মুস্তাফিজ। দ্রুত তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।
সিটি স্ক্যান করার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেডিকেল টিম নিশ্চিত করেছে, মাথায় অভ্যন্তরীণ আঘাত নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল বলেন, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হই যে তিনি শুধু বাহ্যিক চোট পেয়েছেন। তার কোনো ইন্ট্রাক্রানিয়াল রক্তপাত হয়নি।’
সজল আরও বলেন, বাহ্যিক ক্ষতের জন্য সেলাই দেওয়া হয়েছে।
বিপিএলে মুস্তাফিজুরের ধারাবাহিক পারফরম্যান্স রয়েছে। দলটির হয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২