July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 16th, 2023, 8:07 pm

বিভ্রান্ত না হতে অনুরোধ করলেন আসিফ

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয় নিয়ে বরাবরই সরব থাকেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যেকোনো অসঙ্গতি নিয়ে কথা বলতে পিছপা হন না। এবার এক ব্যক্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য ভক্তদের অনুরোধ করেছেন তিনি। জানালেন, ওই ব্যক্তি তার নাম ও কণ্ঠ নকল করে দীর্ঘদিন ধরেই গান প্রকাশ করে আসছে। শুধু তাই নয়, প্রকাশিত সেসব গানে শ্রোতাদের নজর কাড়তে থাম্বনেইলে আসিফের ছবিও ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ লেখেন, আমি বিএনপি’র রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। এর আগে একটা হিন্দি গান গেয়ে আমার নাম ছবি জুড়ে দেয়া হয়েছিল।

আজকেও একজন পাঠালো আপত্তিজনক শিরোনামের একটি গান। এই গানটিও আমি গাইনি। অথচ আমার নাম ও ছবি এতেও জুড়ে দেয়া হয়েছে। জানা যায়, ‘স্টুডিও দোতারা’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘আমার বন্ধুর মনটা বড়’ গানটি প্রকাশ করে সেটিতে জুড়ে দেয়া হয়েছে আসিফের ছবি। গানটি গেয়েছেন ম্যাক্স কুমার নামের এক ব্যক্তি। আসিফের মতে, ওই ব্যক্তিকে আওয়ামী লীগ-বিএনপি দুই দলেরই জয়গান গাইতে দেখা যায়। আসিফ আরও বলেন, আমার কণ্ঠ নকল করা তার নেশা, তাতে অসুবিধা নাই। সমস্যা হচ্ছে আমার ছবি আর নাম ব্যবহার করাতো জোচ্চোরের কাজ। তাই ভক্তদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বলেছেন এ শিল্পী।