ঢাকা বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতির কারণে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং ব্যাহত হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) এই সংকট তৈরি হলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালনা বোর্ডের প্রচেষ্টায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা।
ফলে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং পুনরায় স্বাভাবিক হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে: রিজওয়ানা হাসান