November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 12:18 pm

বিমানের দুবাই-আবুধাবি ফ্লাইট চালু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাত যাওয়ার জন্য ঢাকা-দুবাই ও আবুধাবির ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ ৩ অক্টোবর (রবিবার) থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দু’টি ও আগামী ৪ অক্টোবর (সোমবার) থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে এই সংস্থা।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, যাত্রীরা এখন থেকেই এদুটি রুটের টিকেট ক্রয় করতে পারবেন। ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ও ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।