November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 25th, 2023, 3:48 pm

বিয়ানীবাজারে টমটম চোর চক্রের ৪ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট:

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে টমটম চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন পশ্চিম নয়াগ্রামের মৃত সমেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২), দক্ষিণ ফতেহপুরের মৃত আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২৭) ও আলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬), নয়াগ্রামের ভাড়াটিয়া মৃত মোজাফফর আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়া (৫৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ব্যাটারী চালিত টমটম গাড়ি ও ব্যাটারী চুরি করে অন্যত্র বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এ সংক্রান্ত মামলা ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।