October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 10:17 am

বিয়ানীবাজারে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি, সিলেট :

বিয়ানীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-অনুর্ধ্ব ১৭) পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার বিকেলে সুপাতলাস্থ ওসমানি স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা একাদশ ২-১ গোলে মাথিউরা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে সমতায় ছিল। দ্বিতীয়ার্ধে পৌরসভা একাদশ আরো ১ গোল করলে ২-১ গোলে তারা জয়লাভ করে। পৌরসভার পক্ষে ফাহিম ও আদিল ১টি করে গোল করেন।

খেলা শেষে উভয় দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশণার (ভূমি) তানিয়া আক্তার, পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য খসরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আবুল হোসেন খসরু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জণকল্যান সমিতি, আরব আমিরাতের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর কাউন্সিলার মিছবাহ উদ্দিন, কাউন্সিলার আকবর হোসেন লাভলু, কাউন্সিলার এহসান আহমদ, কাউন্সিলার সায়ফুল ইসলাম সায়েক, মাথিউরা ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন, সাবেক ফুটবলার হারুন আহমদ, জামাল আহমদ, ফ্রান্স আওয়ামীলীগ নেতা আলী হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়শেনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারী, ক্রীড়া সংগঠখ মুজিবুর রহমান বিপ্লব প্রমুখ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল দলগুলো টুর্নামেন্টে অংশ নেয়।